সময়
-তসলিমা নাসরিন
রাত তিনটেয় ঘুম ভেঙে গেলে এখন আর বিরক্ত হই না
রাতে ভালো ঘুম না হলে দিনটা ভাল কাটে না এমান বলে লোকে।
দিন যদি ভাল না কাটে তাহলে কি কিছু যায় আসে
আমার দিনই বা কেন, রাতই বা কেন?
দিন দিনের মতো বসে থাকে দূরে, আর রাত রাতের মতো,
ঘুমিয়ে থাকার গায়ে মুখ গুঁজে গুঁটি গুঁটি শুয়ে থাকে জেগে থাকা।
এসব দিন রাত, এসব সময়, এসব বিয়ে আমার করার কিছুই নেই,
জীবন আর মৃত্যু একাকার হয়ে গেলে কিছু আর করার থাকে না কিছু না।
আমি এখন মৃত্যু থেকে জীবনকে বলে কয়েও সরাতে পারি না,
জীবন থেকে মৃত্যুকে আলগোছে তুলে নিয়ে রাখতে পারি না কোথাও আপাতত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Do not submit any link massage box