আমি কোথায় পাবো তারে | গগণ হরকরা - বাংলা কবিতার ভান্ডার

Subscribe Us

ads
Responsive Ads Here

Post Top Ad

Your Ad Spot

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯

আমি কোথায় পাবো তারে | গগণ হরকরা

gogon horkora


আমি কোথায় পাবো তারে

-গগণ হরকরা


আমি কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে রে
হারায়ে সেই মানুষে তার উদ্দেশে
দেশ বিদেশে বেড়াই ঘুরে।
লাগি সেই হৃদয়শশী
সদা প্রাণ হয় উদাসী
পেলে মন হত খুশি
দেখতাম নয়ন ভরে।

আমি প্রেমানলে মরছি জ্বলে
নিভাই অনল কেমন করে
মরি হায় হায় রে
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে
ওরে দেখ না তোরা হৃদয় চিরে।

দিব তার তুলনা কি যার প্রেমে জগৎ সুখী
হেরিলে জুড়ায় আঁখি সামান্যে কি দেখিতে পারে
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে।
মরি হায় হায় রে,
ও সে না জানি কি কুহক জানে
অলক্ষ্যে মন চুরি করে।

কুল মান সব গেল রে তবু না পেলাম তারে
প্রেমের লেশ নাই অন্তরে,
তাইতে মোরে দেয় না দেখা সে রে।
ও তার বসত কোথায় না জেনে তায় গগন ভেবে মরে
মরি হায় হায় রে
ও সে মানুষের উদ্দিশ যদি জানুস কৃপা করে
আমার সুহৃদ হয়ে ব্যথায় ব্যথিত হয়ে
আমায় বলে দে রে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Do not submit any link massage box

Post Top Ad

Your Ad Spot